Admission Procedure
(2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত)
এতদ্বারা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জানানো হচ্ছে যে 2025 - 26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফর্ম ফিলাপ শুরু হতে চলেছে। এবছর ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ রুপে অনলাইন মাধ্যমে হবে। এর জন্য বিদ্যালয়ের
ওয়েবসাইট http:// baishnabnagarhighschool.com এ গিয়ে ভর্তিফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে।
অনলাইন ভর্তি ফর্মফিলাপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নীচে দেওয়া হল:
১. একাদশ শ্রেণিতে ভর্তির ফর্ম ফিলাপ করা যাবে আগামী 10/05/2025 তারিখ থেকে 16/05/2025 তারিখ পর্যন্ত। ছাত্র ছাত্রীদের
ভর্তির তালিকা এবং ভর্তি সংক্রান্ত তথ্য আগামী 18/05/2025 তারিখে School Notice Board সহ বিদ্যালয়ের ওয়েবসাইট
http://baishnabnagarhighschool.com এবং ফেসবুক পেজ baishnabnagarhighschoolhs এ দিয়ে দেওয়া হবে।
২. যত্নসহকারে ফর্ম ফিলাপ করতে হবে এবং সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে।
৩. ফর্ম সাবমিট করার পর এক কপি প্রিন্ট আউট করে রাখতে হবে এবং ভর্তির দিন প্রিন্ট আউট করা কপির সাথে প্রয়োজনীয়
ডকুমেন্টস ট্যাগ করে জমা করতে হবে। অন্যান্য বিদ্যালয় থেকে আগত ছাত্র ছাত্রীদের ভর্তির সময় অরিজিনাল School
Leaving Certificate জমা করতে হবে।
৪. ভর্তির আসন সংখ্যা সীমিত। তাই নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হতে হবে। ভর্তির ক্ষেত্রে অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের
অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য বিদ্যালয় থেকে আগত ছাত্র ছাত্রীদের ভর্তি নির্ভর করবে আসন সংখ্যার প্রাপ্যতার উপর।
বিষয় নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা ;
• Compulsory Subjects: Bengali, English
• Elective Subjects ( Arts) : Geography, Education, History, Physical Education,
Economics, Arabic, Sanskrit, Retail, Food.
• Elective Subjects ( Science ) : Physics, Chemistry, Mathematics, Biology.
১. ভূগোল (Geography) বিষয় নেওয়ার জন্য মাধ্যমিকে ভূগোলে 50% নম্বর থাকা আবশ্যক।
২. ভূগোল (Geography) বিষয়ের সাথে ইকনমিকস (Economics) বিষয় নেওয়া বাধ্যতামূলক।
৩. ভূগোল (Geography) ও শিক্ষাবিজ্ঞান (Education) নেওয়ার জন্য শিক্ষামূলক ভ্রমন (Educational Excursion)
বাধ্যতামূলক। শিক্ষামূলক ভ্রমন (Educational Excursion) এর জন্য প্রয়োজনীয় ফী জমা করতে হবে।
৪. আরবি (Arabic) ও সংস্কৃত (Sanskrit) বিষয়ের মধ্যে যে কোন একটি বিষয় নেওয়া যাবে।
৫. শারীরশিক্ষা (Physical Education) বিষয়ের ক্ষেত্রে প্রথমে ফিল্ড টেস্ট (Field Test) নেওয়া হবে। ফিল্ড টেস্ট (Field
Test) এ সফল ছাত্র ছাত্রীরা এই বিষয় নিতে পারবে।
৬. ফুড (Food) এবং রিটেইল (Retail) বিষয়ের মধ্যে যে কোন একটি নেওয়া যাবে। এক্ষেত্রে র্যাঙ্ক অনুসারে 40 জন ফুড
(Food) এবং 40 জন রিটেইল (Retail) বিষয় পাবে।
বিঃ দ্রঃ-
যে কোন আপডেট পেতে বিদ্যালয়ের ওয়েবসাইট http://baishnabnagarhighschool.com এ নজর রাখতে বলা হচ্ছে।
Apply Now